ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল খালেক নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত হন।
সোমবার ১১ নভেম্বর রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আব্দুল খালেক উপজেলার জামুন গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে। তাকে দিনাজপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্ম্দ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আব্দুল খালেক ৩৬৭/৪ এস নম্বর পিলার দিয়ে গরু আনার জন্য ভারতে প্রবেশ করার সময় বিএসএফ ১২১ ব্যাটালিয়নের ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির সদস্যরা গুলি চালায়। এ ঘটনার প্রতিবাদে বিজিবি বিএসএফের কাছে চিঠি দিয়েছে।
এছাড়া আগেরদিন ভোরে একই উপজেলার বেতনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে গরু আনতে যাবার সময় বিএসএফ ১২১ ব্যাটালিয়ন সদস্যদের গুলিতে একরামুল হক নামে অপর এক বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত হন। বাংলাদেশ সীমান্তের ৩৬৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
একরামুল হক উজেলার রুহিয়া গ্রামের বাসিন্দা। তাকে হারিপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
No comments:
Post a Comment