এখন দেশে যা কিছু ঘটছে তাতে হতাশ হবার কিছু নেই : ড. সফিউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক : সেন্টার ফর হাইয়ার এডুকেশন এন্ড রিসার্চের চেয়ারম্যান খ্যাতিমান সাহিত্য গবেষক ড. সফিউদ্দিন আহমদ বলেছেন, এখন দেশে যা কিছু ঘটছে তাতে হতাশ হবার কিছু নেই। বাংলাদেশ বাঙালিদের হাতেই থাকবে। ভণ্ডুল হয়ে যাবে 'বাংলাদেশী' আর স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত। তবে এ জন্যে ধৈর্য্য ধরতে হবে।
শুক্রবার ১৫ নভেম্বর রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা এনামুল হক স্মারকগ্রন্থ স্মরণীয় সূর্যাস্ত'র প্রকাশনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ড. সফিউদ্দিন আহমদ বলেন, মুক্তিযোদ্ধা এনামুল হক কিছু পাওয়ার জন্যে মুক্তিযুদ্ধ করেননি। প্রিয় স্বদেশের স্বাধীনতার জন্যেই জীবনবাজী রেখেছিলেন।
তিনি বলেন, দেশের স্বাধীনতার চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারেনা।
ড. সফিউদ্দিন আহমদ বলেন, এনামুল হক অনেক বড় মনের মানুষ ছিলেন। কখনো নিজের স্বার্থের কথা ভাবেননি। আজীবন মানুষের জন্যে কাজ করে গেছেন।
প্রকাশনা অনুষ্ঠানের প্রধান আলোচক সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, মুক্তিযোদ্ধা এনামুল হক অত্যন্ত দায়িত্বশীল; কিন্তু প্রচার বিমুখ মানুষ ছিলেন। কখনো কোন সিদ্ধান্ত চাপিয়ে দিতেন না। প্রতিটি সংকট সাহসের সাথে মোকাবেলা করতেন।
No comments:
Post a Comment