হরতাল পরিহার করে নির্বাচনে ফিরে আসার আহŸান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুশ শহীদ।মঙ্গলবার দুপুর ১২টায় মৌলভীবাজার সরকারি কলেজ নবনির্মিত একাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ আরও বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর থেকে তা হয়নি। বিরোধীদল হরতালের নামে দেশে নৈরাজ্য, আগুন দিয়ে নির্মমভাবে মানুষ হত্যা করছে, তা মেনে নেয়া যায় না।মৌলভীবাজার সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসার এস এম আকবর ইমাম এর সভাপতিত্বে। বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মো: কামরুল হাসান,পুলিশ সুপার তোফায়েল আহমদ,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ,শিক্ষা অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মিজানুর রহমান,যুবলীগ সভাপতি ফজলুর রহমান প্রমুখ। উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ২ কোট ৯৭ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবটি নিমান করা হয়।
No comments:
Post a Comment