কানাইঘাটে রক্তাক্ত অবস্থায় তরুণী উদ্ধার

Wednesday, November 13, 2013

কানাইঘাটে ১৮ বছরের এক তরুণীকে গতকাল ভোরে পৌরসভার নন্দিরাই গ্রামের পশ্চিম জামে মসজিদে গাজী বোরহান উদ্দিন সড়কের উত্তর পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে মসজিদের পাশে এক তরুণীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মৃত ভেবে নন্দিরাই পশ্চিম জামে মসজিদে মক্তবে আসা শিশুরা সুর চিৎকার দেয়। শিশুদের আর্ত্মচিৎকারে এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে মেয়েটিকে মৃত ভেবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভোর সাড়ে ৬টার দিকে থানার এসআই মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।

প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায় তার নাম আফরোজা বেগম, বাড়ী ঢাকায়। হাসপাতালের ইমার্জেন্সিতে গিয়ে জানা যায়, রক্ত স্বল্পতার কারনে সিলেট ওমেক হাসপাতালের ওসিসি ইউনিটে মেয়েটিকে তাৎক্ষণিক প্রেরণ করেন। তাকে ধর্ষণ করা হতে পারে বলে তাদের ধারনা করা হচ্ছে।

এক পর্যায়ে থানায় বেলা ১টায় উপস্থিত হয়ে উপজেলার বানীগ্রাম ইউপির বাউরভাগ পূর্ব গ্রামের এক ব্যক্তিকে ঐ তরুণীটি তার ভাতিজি বলে দাবী করেন। তিনি জানান, ঐ তরুণী ২ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। ডাক্তার ও কবিরাজি চিকিৎসা করানোর পরও সে সুস্থা না হওয়ায় নিজ বাড়ীর একটি কক্ষে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সে মায়ের সাথে একটি কক্ষে রাত্রি যাপনের এক পর্যায়ে সকলের অগোচরে ঘর থেকে বের হয়ে যায়। তবে অনেকের ধারনা মেয়েটি বাড়ী থেকে বের হওয়ার পর মেয়েটি গণ ধর্ষণের শিকার হতে পারে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান, স্থানীয় লোকজন খবর দেওয়ার পর আমরা মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে দ্রুত প্রেরণ করি। এ সময় তার পা’দিয়ে রক্ত ঝরছিল। জামা কাপড়ে রক্তের চিহ্ন রয়েছে। চিকিৎসার রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License