বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আনোয়ারূল ওয়াদুদ টিপু বলেছেন- দেশে আজ যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্যে দায়ী এই আওয়ামীলীগ। তারা দেশের মানুষের দাবীকে উপেক্ষা করে নিজেদের খেয়াল খুশি মত নির্বাচন দিয়ে নিজেদের ক্ষমতায় থাকার বিষয়টি পাকা করতে চায়। তারা বুঝতে পেরেছে এদেশে যদি কোন সুষ্ট নির্বাচন হয় তাহলে তারা তাদেও জামানতের টাকাও ফেরৎ পাবে না। তাই তারা তাদের অধীনে নির্বাচনের নীল নকশা বা¯তবায়ন করে ক্ষমতায় ঠিকে থাকতে চায়। যা খুবই হাস্য কর । এখন দেশবাসী প্রধানমন্ত্রীর পদত্যাগ ও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রর্বতনের দাবীতে রাস্তায় নেমে এসেছে। ১৮ দলীয় জোটের ডাকে লাগাতার যে ভাবে সফল হরতাল পালিত হচ্ছে সেটা তারই প্রমান করে। দেশের ছাত্র-জনতা এদেশে তত্বাবধায়ক ছাড়া ও জামায়াতে ইসলাম কে বাদ দিয়ে কোন নির্বাচন হতে দিবে না।
তিনি মঙ্গবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত ১৮ দলের ডাকে এই অবৈধ সরকারের পদত্যাগ ও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহালের দাবীতে রবিবার থেকে সারাদেশে টানা ৪দিনের হরতাল সফলে এর ৩য়দিনে হরতাল চলাকালে বিশাল মিছিল পরর্বতী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট মহানগর সেক্রেটারী আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ এর পরিচালনায় আয়োজিত মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক মহানগর সভাপতি শাহজাহান আলী,জেলা পশ্চিম সভাপতি দুলাল আহম,এইচ.আর.ডি. সম্পাদক এবাদুর রহমান, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক ফখরূল আলম সেলিম, প্রচার সম্পাদক সোহেল আহমদ, মাদ্রাসা ছাত্র আন্দোলন সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।
তিনি ১৮ দলীয় জোটের ডাকে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রর্বতনের দাবীতে রবিবার থেকে সারাদেশে টানা ৪দিনের হরতালের ৩য় দিনের মত বাকী দিনও সফল করার জন্যে সিলেটের সর্বস্তরের ছাত্র-জনতা, শিক্ষক, সুশীল সমাজ, চাকুরীজীবি, পেশাজীবি, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, পরিবহন মালিক সমিতি, ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীর উদাত্ত আহবান জানান।
No comments:
Post a Comment