সিডরের পর ৭ বছরেও আগৈলঝাড়া ও গৌরনদীর ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়াতে পারেনি
আগৈলঝাড়া প্রতিনিধি : সর্বনাশা ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবের ৭ বছর অতিবাহিত হলেও বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার ১২টি ইউনিয়নের ১৪ হাজার গৃহহীন পরিবার এখনো সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি।
প্রশাসনের হিসাব মতে, সিডরে দুই উপজেলার ১২টি ইউনিয়নে ১৪ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেয়া তথ্য মতে, ১২টি ইউনিয়নে গৃহনির্মাণে যৎসামান্য সহায়তা দেয়া হলেও পরে আর তাদের কোন খোঁজখবর নেয়া হয়নি। তাই এখনো অধিকাংশ পরিবার মেরামত করতে পারেনি মাথা গোঁজার ঠাঁই-বসতঘর। পুষিয়ে উঠতে পারেনি ক্ষয়ক্ষতি। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
সরেজমিনে দুই উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে কিছু কিছু ধ্বংসচিহ্ন এখনো চোখে পড়েছে। ভেঙে বা উপড়ে পড়া গাছপালা অপসারণ করা হলেও ক্ষতিগ্রস্ত ঘরগুলোর কোন পরিবর্তন হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের চোখেমুখে এখনো হতাশার ছাপ দেখা গেছে।
দুই উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, যেমনি গ্রীষ্ম-বর্ষায় তেমনি শীতকালে তাদের দুর্ভোগের সীমা থাকে না।
তারা পুনর্বাসন ও সহায়তার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
No comments:
Post a Comment