শেষ হলো ১৮ দলের হরতাল ॥ সিলেটে হরতালের পক্ষে বিপক্ষে মিছিল সমাবশে
নিজস্ব প্রতিবেদক : ১৮ দলীয় জোট আহুত ৮৪ ঘণ্টার হরতাল বুধবার ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে।
এবার সিলেটে এই হরতাল ছিল মোটামুটি শান্তিপূর্ণ। বড় কোন অঘটন ঘটেনি। তবে ব্যাপক ককটের বিস্ফোরণ ঘটেছে। ভাঙচুর করা হয়েছে বেশকিছু গাড়ি ও দোকান। প্রতিদিনই সকালে ১৮ দলের কয়েকটি শরীক দল মহানগরীতে মিছিল আর বিকেলে কোর্ট পয়েন্টে সম্মিলিত সমাবেশ করে।
অন্যদিকে ১৪ দল, আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রতিদিন দুপুরে কোর্ট পয়েন্ট থেকে হরতাল বিরোধী মিছিল বের করে। এছাড়া বিভিন্ন স্থানে সমাবেশও করেছে।
শেষদিন কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে মহানগর ১৮ দলের আহ্বায়ক মহানগর বিএনপির সভাপতি এম. এ হক সভাপতির বক্তব্যে বলেন, জনগণের যৌক্তিক ও ন্যায্য দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতেই হবে। হত্যা, গুম, দমন, নির্যাতন ও নিপীড়ন চালিয়ে আন্দোলন দমন করা যাবেনা।
তিনি ৮৪ ঘণ্টার হরতাল স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে পালন করায় ১৮ দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সিলেটবাসীকে অভিনন্দন জানান।
অন্যদিকে ১৪ দল দুপুরে কোর্ট পয়েন্ট থেকে হরতাল বিরোধী মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের মহানগর সভাপাতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, প্রবীণ ন্যাপ নেতা সৈয়দ আব্দুল হান্নান ও ওয়ার্কার্স পার্টির নেতা সিকন্দর আলী।
মিছিলে হরতাল বিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়।
No comments:
Post a Comment