বরিশালে ১৪ দলের হরতাল বিরোধী মিছিলে বিএনপি-জামাতের হামলায় আহত ৫
আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের উজিরপুরে ১৪ দলের হরতাল বিরোধী শান্তিপূর্ণ মিছিলে বিএনপি-জামাতের হামলায় ৫ জন আহত হয়েছে। এসময় হামলাকারীরা ৪টি টেম্পু-মিশুক ভাংচুর করে।
রবিবার ১০ নভেম্বর দুপুর ১২টায় ভবানীপুর হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
উজিরপুরের ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোলাম মর্তুজার নেতৃত্বে ১৪ দলের একটি হরতাল বিরোধী মিছিল চলাকালে এ হামলা চালানো হয়। উজিরপুর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে ১৪ দল আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তৃতা করেন ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া নান্নু, ওয়ার্কার্স পার্টির নেতা মঞ্জুর মোর্শেদ, ছাত্রলীগ নেতা সুমন বেপারী, জালিছ মাহমুদ শাওন, শাখাওয়াত হোসেন রাঢ়ী, ফজলুল হক মনি প্রমুখ।
No comments:
Post a Comment