বিশ্বনাথে হরতালে পিকেটিং ছিলনা ॥ খোলা ছিল বিএনপি অফিস সংলগ্ন দোকানপাটও
বিশ্বনাথ প্রতিনিধি : ১৮ দলীয় জোট আহুত ৮৪ ঘণ্টার হরতালের প্রথমদিন সিলেটের বিশ্বনাথ উপজেলায় কোন পিকেটারকে মাঠে দেখা যায়নি।
সকাল থেকেই যে বিপণি বিতানে উপজেলা বিএনপি কার্যালয় অবস্থিত সেই ময়না মিয়া সুপার মার্কেটসহ উপজেলা সদরের বেশিরভাগ দোকানপাট খোলা ছিল। দূরপাল্লার কোন যান চলাচল না করলেও ছোট ছোট যানবাহনের চলাচল ছিল স্বাভাবিক। সরকারি-বেসরকারি অফিস এবং ব্যাংক-বীমার কার্যক্রমও যথারীতি চলে। এগুলোতে অন্য যেকোন হরতালের সময়ের চেয়ে সাধারণ মানুষের উপস্থিতি অনেক বেশি ছিল।
বিকেল সাড়ে ৪টায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে ১৮ দল। উপজেলা বিএনপি কার্যালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌছ খানের উপস্থাপনায় এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি এইচএম আক্তার ফারুক ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন।
No comments:
Post a Comment