জয়পুরহাটে ১৮ দলের হরতালে ৪টি ককটেলের বিস্ফোরণ আহত ২ আটক ১৪

Sunday, November 10, 2013

জয়পুরহাটে ১৮ দলের হরতালে ৪টি ককটেলের বিস্ফোরণ আহত ২ আটক ১৪


এস এস মিঠু, জয়পুরহাট : ১৮ দলের টানা ৮৪ ঘণ্টা হরতালের প্রথম দিনের সকালে জয়পুরহাট শহরের তিপ্তির মোড়ে বিএনপির একাংশের (ফয়সল আলিম সমর্থিত) মিছিল থেকে পরপর ২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে বকুল হোসেন (২৭) ও এনামুল হক (২৩) নামের দুই পথচারী আহত হন।


এ ছাড়া দুপুরে শহরের নতুনহাট এলাকায় আরো ২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।


এদিকে সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় জেলা বিএনপির সভাপতি সংসদ সদস্য মোজাহার আলী প্রধান ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানের নেতৃত্বে এবং অপরদিকে জেলা কৃষক দলের ব্যানারে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হকের নেতৃত্বে হরতালের পক্ষে পৃথক পৃথক মিছিল ও পিকেটিং করা হয়। তবে তা দুপুর ১২টা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এরপর হরতাল সমর্থকদের শহরের কোথাও কোন রকমের পিকেটিং করতে দেখা যায় নি। জেলায় ট্রেন ছাড়া সকল প্রকার ভারী যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে।


পুলিশ সুপার হামিদুল আলম জানান, হরতালকে কেন্দ্র করে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে ১৮ দলের ১৪ জন কর্মী, সমর্থক ও পিকেটারকে আটক করা হয়েছে।


নাশকতা ঠেকাতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License