জকিগঞ্জে মহিলার লাশ উদ্ধার ॥ শ্রীমঙ্গলে কুপিয়ে খুন ॥ কমলগঞ্জে একজন নিহত
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে রবিবার ১০ নভেম্বর সন্ধ্যায় পুলিশ এক মহিলার লাশ উদ্ধার করেছে। তার নামা রুমানা বেগম (২০)। তিনি খলাছড়া ইউনিয়নের দক্ষিণ বেউর গ্রামের আব্দুল হকের স্ত্রী।
এলাকাবাসী জানান, দুপুরে নিজের বসত ঘরের বৈদ্যুতিক পাখার সাথে ঝুলন্ত অবস্থায় রুমানা বেগমকে মৃত দেখতে পেয়ে এলকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহকারী এসআই রাজীব মণ্ডল জানান, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষায় মৃত্যুর কারণ জানা যাবে।
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রবিবার সকাল ৮টায় এক লেবু ব্যবসায়ীকে এক মাদকসেবী কুপিয়ে খুন করেছে। নিহত লেবু ব্যবসায়ী ওয়াহিদ মিয়া (৩৬) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের আব্দুল গণির ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, একই গ্রামের গেদা মিয়ার মাদকাসক্ত ছেলে আঙ্গুর আলী কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা দা দিয়ে ওয়াহিদ মিয়ার ঘাড়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment