নতুন বার্তা,ঢাকা: বিরোধী দলীয় নেতার কর্মকাণ্ডে বিক্ষুব্ধ জনতা যাতে তার বাড়িতে হামলা করতে না পারে সে জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। বিরোধীদলীয় নেতার নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব বলেও জানান তিনি।
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমাদের কাছে খবর রয়েছে অনৈতিক হরতালে ১৮ জন মানুষ হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছেন বিরোধী দলীয় নেতা। এতে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে হামলা চালাতে পারেন। এজন্য তার নিরাপত্তায় এসএসএফসহ বিভিন্ন বাহিনী সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে।”
তবে খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কী-না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী স্পষ্ট করে কিছুই জানাননি।
No comments:
Post a Comment