আমাদের সিলেট ডটকম:
সিলেটে সর্বদলীয় ছাত্রঐক্যের উদ্যোগে ১৮ দলের আহবানে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহাল ও অবৈধ আগামী লীগ সরকারকে উৎখাত দাবীতে ৪দিন টানা হরতালের সর্মথনে মিছিল -সমাবেশ অনুষ্টিত হয়েছে। সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত মিছিল পরর্বতী সামাবেশে ছাত্র নেতৃবৃন্দ বর্তমান ক্ষমতাসীন অবৈধ আওয়ামীগ সরকারের অবিলম্বে পদত্যাগ দাবী ও নির্দলীয় তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহালের দাবী জানান। নেতৃবৃন্দ বলেন আওয়ামীলীগ মনে করেছে তারা গায়ের জোরে ক্ষমতায় ঠিকে থাকতে পারবে। কিন্তু তারা কী এদেশের অতীত ইতিহাস ভুলে গেছে? কীভাবে স্বৈারাচারীর পতন ঘটাতে হয় তা অন্তত এদেশের ছাত্র সমাজকে শিখাতে হবে না। আজ এদেশের ছাত্র সমাজ যে দাবীতে রাস্তায় নেমে এসেছে তা আদায় করেইে তারা ঘরে ফিরবে ইনশাল্লাহ।
রবিবার নগরীর র্কোট পয়েন্টে সিলেট সর্বদলীয় ছাত্রঐক্যের উদ্যোগে হরতালের সর্মথনে মিছিল -সমাবেশে ছাত্র নেতৃবৃন্দ এ কথা বলেন। মহানগর ছাত্র দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ ও সিলেট মহানগর শিবিরের সেক্রেটারী আব্দুর রাজ্জাক এর পরিচালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন-মহানগর ছাত্র দলের অন্যতম নেতা মাহফুজুল করিম জেহিন,মাহবুবুর রহমান, মামুন আহমদ মিন্টু,মদন মোহন কলেজ সভাপতি কাজী মেরাজ, বেলাল আহমদ,নজরূল ইসলাম,নেছার আলম শাহীন,রেদোয়ান আরাফাত চৌধুরী জাকির,হেলাল আহমদ,মির্জা সম্ম্রাট,আফছর খান,জিলৱুল হক জিলু,মুহিবুর রহমান শিপলু,এড.সালেহ চৌধুরী,আলী আকবর রাজন,মাকসুদুল করিম, মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ,পশ্চিম জেলা সভাপতি দুলাল আহমদ,পুর্বজেলা ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুলৱাহ দস্তগীর,মহানগর এইচ.আরডি সম্পাদক এবাদুর রহমান,প্রচার সম্পাদক সুহেল আহমদ,মাদ্রাসা ছাত্র আন্দোলন সম্পাদক আব্দুল আজিজ,শাহপরান থানা সভাপতি ইসলাম উদ্দিন,সরকারী কলেজ সভাপতি মামুন হোসেন প্রমুখ।
ছাত্রনেতৃবৃন্দ ১৮ দলীয় জোটের ডাকে অবৈধ আগামী লীগ সরকারকে উৎখাত ও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রর্বতনের দাবীতে রবিবার থেকে সারাদেশে চারদিনের হরতাল সফল করার জন্যে সিলেটের সর্বস্তরের ছাত্র-জনতা, শিক্ষক, সুশীল সমাজ, চাকুরীজীবি, পেশাজীবি, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, পরিবহন মালিক সমিতি, ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহবান।
সিলেটে সর্বদলীয় ছাত্রঐক্যের উদ্যোগে হরতালের সর্মথনে মিছিল -সমাবেশ – স্বৈরাচারী এই সরকারের পতন না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার এই সংগ্রাম চলবে – সিলেট সর্বদলীয় ছাত্রঐক্য
Sunday, November 10, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment